বাঁশেই ভরসায় তরুণরা, কর্তৃপক্ষের সাড়া নেই

সিলেট সুরমা  ডেস্ক:::::::: সেতু ভেঙেছে প্রায় এক মাস আগে। এলাকার মানুষের জন্য অতিপ্রয়োজনীয় সেতুটি মেরামতে কর্তৃপক্ষের মোটেই কোন নজর নেই। বাধ্য হয়ে স্থানীয় কিছু উদ্যোমী তরুণের চেষ্টায় বাঁশ দিয়ে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে সেতুটি। ঝিনাইদহ সদর উপজেলার টিকারী গ্রামে সাঞ্চায় নদীর উপর নির্মিত এই সেতুটি মেরামত করেছে এলাকার কিছু উদ্যোগী তরুন। প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে পাঁচশটি বাঁশ দিয়ে সেতুটি কোন রকম চলাচলের উপযোগী করা হয়েছে। স্থানীয়রা জানান, ১৯৯৪ সালে উপজেলার টিকারী গ্রামে সাঞ্চায় নদীর উপর সেতুটি নির্মাণ করেন স্থানীয় এলজিইডি। ভৌগলিক কারণে সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। সেতুর উপর দিয়ে ঝিনাইদহ … Continue reading বাঁশেই ভরসায় তরুণরা, কর্তৃপক্ষের সাড়া নেই